সাবেক মিস ইউনিভার্স স্বামীসহ গুলিতে নিহত
ভেনেজুয়েলার সাবেক মিস ইউনিভার্স মনিকা স্পেয়ার (২৯) ও তাঁর সাবেক স্বামী টমাস বেরি (৩৯) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। ‘দ্য ডেইলি নিউজ’-এর এক খবরে বলা হয়, গত সোমবার রাতে তাঁদের ছোট মেয়ে মায়ার (৫) সামনেই এ ঘটনা ঘটে।এ সময় দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি মায়ার পায়ে বিদ্ধ হয়।এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। ভেনেজুয়েলার সাবেক মিস ইউনিভার্স মনিকা স্পেয়ারজানা গেছে, গত সোমবার রাতে মনিকা স্পেয়ার তাঁর মেয়েকে নিয়ে সাবেক স্বামীর সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন।ফেরার পথে পুয়ের্তো ক্যাবেলো ও...
Posted Under : Health News
Viewed#: 27
আরও দেখুন.

